#বেঁচে থাকাই কঠিন
ভাবতে গেলে মানবতা - লাগছে বড় ব্যথা,
সত্যটা আজ মিথ্যের কাছে করছে নত মাথা।
মিথ্যে গুলোই জিতে যে যায়
সত্য হারে পায় ব্যথা পায়,
বেঁচে থাকাই কঠিন এখন, এটাই সত্য কথা।

#দেওলিয়া আজ
সোনার বাংলা করলো তামা সাধু লোকের বেশে,
দু'হাতে লুট শূন্য ভাণ্ডার নিঃস্ব অবশেষে।
- মাথা পিছু ঋণের বোঝা
কেমনে হবে জাতী সোজা,
তিলে-তিলে দেওলিয়া আজ তলানি এই দেশে।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৫ কার্তিক ১৪৩০, ১০ নভেম্বর ২০২৩