আকাশ কাঁদে বৃষ্টি ঝরে মিষ্টি কথার বান,
বুকের ব্যথা দুঃখ কথা সৃষ্টি সুরের গান।
সুখ আর দুঃখ পাশাপাশি
জন্ম মৃত্যু কাছাকাছি,
বেঁচে থাকাই চমৎকার আজ সৃষ্টিকর্তার দান।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩