ভালো মানুষ পায় না যে দাম সবখানে সেই ঠকে,
মন্দরা আজ রাজার বেশে উচ্চস্বরে বকে।
চুপ কথাটাই উত্তম কেনো?
না দেখার ভান জীবন যেনো?
এমন হওয়ায় ছিলো না তো দুঃখ ঝাঁকে-ঝাঁকে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
২৩ কার্তিক ১৪৩০, ০৮ নভেম্বর ২০২৩