#সে কি তোমার আপন?
যাকে তুমি বাসো ভালো সে কী তোমার আপন?
যার সাথে তোর চলছে জীবন, সাথে যার দিন যাপন।
আস্থা তোমার সস্তা কেনো?
বস্তা পচা মানুষ যেনো,
তুমি ছাড়া অনেকের প্রেম; দিয়েছে সেই কাফন।

#সুখের দেখায়
যখন থাকো প্রেমে মজে বিশ্ব তখন বাগে,
ঘুম ভেঙ্গে যব চলবে পথে সবাই তোমার আগে।
একাই তুমি থেমে গেলে
জীবন বেলার কী যে পেলে?
একটু সুখের দেখায় তুমি; উঠো নি আর জাগে।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩