বাস্তবতার কঠিন আঘাত মানুষ ভাঙ্গে রোজ,
পাহাড় সম দুঃখ বোঝা রাখলো না কেউ খোঁজ।
ঠোঁটের কোণে হাসি রেখে
চোখে-মুখে সুখ যে মেখে,
অট্ট হাসির অনুষ্ঠানে চলছে ভূড়িভোজ ।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
১৮ আশ্বিন ১৪৩০, ০৩ অক্টোবর ২০২৩