#চোখের জল
সুখের চেয়ে দুঃখ ভারী কান্না চোখের জল,
দীর্ঘ যতোই হউনা দুঃখ হয়না সুখ বিফল।
আঁধার পরে আলো যেমন
দুঃখের পরে সুখও তেমন,
কষ্টগুলো নষ্ট দলে ভরাট টলমল।

#অপূর্ণতা
সব চাওয়া যব হবে পূরণ অপূর্ণতা নেই,
সাদা-কালো জীবন তখন হারাবে যে খেই।
ইচ্ছে গুলো হামাগুড়ি
পাওয়ার নামে মারামারি,
মনের আশা ভালোবাসায় সার্থকতা যেই।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ ভাদ্র ১৪৩০, ৩১ আগস্ট ২০২৩