তুমি ঘুম হয়ে যাও চোখে মন খারাপের রাতে,
চাঁদ হয়ে যাও অমানিশায় থাকবো তোমার সাথে।
সূর্য হয়ে উঠো ভোরে পাবে আমায় দোরে,
থাকবে যখন গভীর ঘোরে উদ্ধার বিনা শোরে।
ফুল হয়ে যাও হেমন্তে রাজ, সু-ঘ্রাণে তার নাজ,
দুঃখ পেলে আসবো ছুটে না দিলেও আওয়াজ।
বুধবার, দাম্মাম সৌদিআরব,
০২ কার্তিক ১৪৩০, ১৮ অক্টোবর ২০২৩