#তাইতো ভালোবাসি
মুগ্ধ তোমার মুখের হাসি তাইতো ভালোবাসি,
ভাবতে-ভাবতে তোমার কথা তাইতো ছুটে আসি।
অনুভূতির মায়াজালে
ঢেউ তুলে তার সুরের তালে,
ডুব দিয়ে যাই তীরের খোঁজে থাকতে কাছাকাছি।

#ব র ণ
বাস্তবতা বড়ই কঠিন আঘাত করে চরম,
যায় ভুলে যায় আপন আর পর রাখেনা তো স্মরণ।
ভালোবাসার মানুষও হয়
একটি ভুলে সম্বন্ধ ক্ষয়,
কঠোর জীবন থমকে দাঁড়ায় করে না কেউ বরণ।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩