দুঃখ মনে কেউ যে হাসে সুখেও কেউ কাঁদে,
কান্না ভরা চোখের কোণে হাজার স্বপ্ন বাঁধে।
থাকলে পাশে হয়না আপন দূরে গেলে পর!
এক ছাদে বাস সারাজীবন হয়না তো তা ঘর।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ আশ্বিন ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩

উৎসর্গ-কবি রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) মহোদয়া'কে