হরিলুটে লুটছে যে দেশ
কে বেশি কে লুটে,
বালিশ থেকে পর্দা এখন
সামনে যে কি জুটে!
শেয়ার বাজার ব্যাংকের জমা
খাইছে সবাই মিলে,
এইটুকু নেই বেদন যে আজ
তাদের বুকে দিলে।
তিন কোটি চোর লুটছে এ দেশ
বাকীরা সব চুপ,
তারাই আবার দেশের কর্তা
জ্বালায় কথার ধূপ।
দাম্মাম, সৌদিআরব
২২ জুলাই ২০২০