#সুখের-ই সুর বাজে
এক হৃদয়ের কথাগুলো অন্য হৃদয় বোঝে,
এক মনের এই ব্যথা গুলো মুক্ত আকাশ খোঁজে।
সুখ দিতে চায় সবার তরে
রাখতে মনে উজাড় করে,
ভালোবাসায় মুগ্ধ বানে সুখের সুর-ই বাজে।
#হৃদয় কাঁদে বেদনায়
বিরহের যাতনায় হৃদয় কাঁদে বেদনায়!
ধিকে-ধিকে জ্বলে আগুন এক সুখ কামনায়।
হৃদয় পোড়ে প্রেম অনলে
ধূপ আঙ্গারে দা'বানলে,
মাটির মতো হবে খাঁটি; থাক সেই ঠিকানায়।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ ভাদ্র ১৪৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩