#হারামজাদা
অন্যায় দেখে চুপ থেকেছ তুমিও তার ভাগী,
চোরের দলে ধূপ দেখেছো হয়েছো তো দাগী।
রাজ্য জুড়ে হারামজাদা -
সাজে জেনো সাহেবজাদা,
জোর দেখিয়ে জবর দখল কোণঠাসা যে ত্যাগী।

#রক্ত দিয়ে কেনা এই দেশ
প্রতিবাদে উঠো যদি জেগে তবেই রাজাকার,
মুক্ত স্বাধীন স্বদেশ আমার নয়তো কারো বাপ-দাদার।
রক্ত দিয়ে কেনা এই দেশ
শকুনের আঁচড়ে নিঃশেষ,
চুপ থাকাটাও কষ্ট আজি দেশ চলে আজব কারবার।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ভাদ্র ১৪৩০, ১১ সেপ্টেম্বর ২০২৩