#গর্জে উঠো
শব্দ যুদ্ধের সৈনিক যারা এক কাতারে আসো,
কলম তোমার হাতিয়ারে কাব্য নিয়ে বসো।
চুপ যদি হয় সুশীল সমাজ
দেশের উপর পড়বে যে বাজ,
গর্জে উঠো একটু যদি দেশকে ভালোবাসো।
#সাজবে এই দেশ
জনতার মন জ্বলছে আগুন পাচ্ছে না তা প্রকাশ,
জীবন যুদ্ধে রোজ হেরে যায় তবু হাসছে আকাশ।
রাজার দোষে প্রজা কাঁদে
সোনার বাংলার স্বপ্ন বাঁধে,
ফুলে-ফলে সাজবে এই দেশ হবে মুক্ত বিকাশ।
#স্বদেশ আমার...
রাজনীতির এই নীতিহীনে চলছে তো দেশ ভালো,
দলকানারা দেখছে না তো দেশের আকাশ কালো।
অস্ত্র হাতে রক্ত বানে
বীর সেনাদের জীবন দানে,
মুক্ত স্বাধীন স্বদেশ আমার নিম্ন মুখে গড়ালো।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৯ আশ্বিন ১৪৩০, ২৪ সেপ্টেম্বর ২০২৩