#গত
মনের গভীর সুপ্ত তুমি গুপ্ত ধনের মতো,
অতি যতন প্রিয় রতন না লাগে যে ক্ষত।
স্বপ্নে তোমার বিভোর থাকি
বাস্তবতায় সামনে রাখি,
অনন্তকাল থাকবে বাঁধা হবেনা তো গত।
#ভুলের সকল নীতি
প্রেম যেখানে সবার সেরা ঘৃণা তখন মৃত,
এক মায়ারই বাঁধন জোরে হচ্ছে সবাই ধৃত।
ভুলে জগত সংসার মানুষ
এক নামে জপ হারায় যে হুঁশ,
আর কিছু সে দেখে না তো ভুলে সকল নীত।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১০ কার্তিক ১৪৩০, ২৬ অক্টোবর ২০২৩
নীত- নিয়ম, নীতি, রীতি, আচরণ।