নিত্য যিনি ভাবেন তিনি মস্ত বড় মহাজন,
কেমন তিনি স্বভাব তাহার জানেন তাহা কাছের জন ।
আয়নাতে মুখ দেখে-দেখে আয়নার মুছে ময়লা
অপরূপ ভাবে যে নিজেই ভেতরটা তার কয়লা ।
সাদা মনের মানুষ যিনি খায় মার দিনে-রাতে
ভালো যে সব কালোর ভাগে; মন্দ ভালোর সাথে ।
তুচ্ছ ভাবে সবাই তারে দেয় না তো কেউ দাম
কাঁদে নীরব একলা বসে আছে শুধুই নাম ।
নিজ পরিচয় সবার কাছে করেনা সে জাহির
ভালো হওয়াই অপরাধ আজ; দেখবে কি তার নজির ।
১০ ভাদ্র ১৪২৬, ২৫ আগস্ট ২০১৯