বাস্তবতা অনেক কঠিন জীবন করে কঠোর,
আঘাত-ব্যাঘাত কোমল মানুষ; হয়ে উঠে নিঠুর।
অল্পতে যার মন ভরে যায়
স্বল্প ঘাতে কষ্ট সে পায়,
অগ্নিদাহে সোনার মানুষ ঈর্ষা রিপু ছে দূর।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২০২৩
অর্থ-
ঈর্ষা- হিংসা, বধ, হনন, অনিষ্ট, ক্ষতি,পরশ্রীকাতরতা।
রিপু- শত্রু, অরি; ইন্দ্রিয়গত ছয়টি দুষ্ট প্রবৃত্তি বা ষড়্রিপু-(কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য)।
ছে-খন্ড, ছিন্ন টুকরা।