#ভালোবাসার বাহুডোরে
গ্রামের পুকুর নদীর জলে গ্রামের মানুষ সাঁতার কাটে,
খোলা মাঠে শস্য ক্ষেতে ঘুরছে ওরা দিনে-রাতে।
সুখের ভেলায় ছড়ছে মানুষ-
নেই ভেদাভেদ সবাই যে খোশ,
ভালোবাসার বাহুডোরে বাঁধা সবাই এক সাথে।
#গ্রামের মানুষ
গ্রামের সবুজ অবুঝ মানুষ, না করুক আর রাজনীতি,
সবাই মিলে এক পরিবার থাকুক অটুট সম্প্রীতি।
এক ঘরের দুখ সবাই দুখী
কারো সুখেই আমরা সুখী,
বদলাবে দেশ সভ্য সমাজ থাকবেনা আর ভয় ভীতি।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৬ অগ্রহায়ণ ১৪৩০, ২১ নভেম্বর ২০২৩