গাধার পালের রাজার চেয়ে বাঘের দলের সৈনিক,
বেকার চেয়ে কর্ম ভালো দূর দেশের কোন বণিক।
বিড়াল হয়ে হাজার বছর
তার চেয়ে বাঁচা বাঘের ক্ষর।
এক জীবন এই একবার মরা; মরো কেনো দৈনিক।

ক্ষর - ক্ষরণ, নাশ, ক্ষরিত।

শনিবার, , দাম্মাম, সৌদিআরব
০৮ আশ্বিন ১৪৩০, ২৩ সেপ্টেম্বর ২০২৩