বন্ধু তুমি ছুঁয়ে দিলে মন পাথরে ফুল ফুটবেই রোজ,
যতোই দূরে যাও না তুমি রাখবো তবু তোমারই খোঁজ।
স্বপ্ন কতো তোমায় নিয়ে
সাজাবো ঘর আদর দিয়ে,
ডুবে তোমার প্রেম সবুজে আমি রোজ হয়ে যাই অবুঝ।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩