রেখেছিলে যাকে মনের ঘরে যত্ন করে,
প্রীতিময় স্মৃতি দিয়ে সে রইলো দূরে পরে।
আগের দিনেই ভালো ছিলো
বৃদ্ধ যৌবন কেঁড়ে নিলো,
শেষের পাতায় এসে মানুষ; সারা জীবন পড়ে।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৯ ভাদ্র ১৪৩০, ০৩ সেপ্টেম্বর ২০২৩
উৎসর্গ- কবি মোঃ সিরাজুল হক ভূঞা' মহোদয়কে।