#ফিরে এসো...
পেতে দেখা তোমার সখি ঘর ছেড়েছি সেই যে কবে?
কোথায় থাকো গোপন রাখো খুঁজি তোমায় যবে-তবে।
দাও দেখা দাও প্রিয় সাথী-
দেখতে তোমায় দিবা-রাতি,
মনের ঘরে ফিরে এসো মন্দ বলে বলুক সবে।
#একই চাওয়া
এই মহাকাশ ছায়াপথে ঘুরছি দিবা-রাতে,
ঠিক তোমারই কাছে এসে তোমায় দেখি সাথে।
থাকো আমার মনের ঘরে-
দেখবো তোমায় নয়ন ভরে,
এক জীবনে একই চাওয়া রোজ দেখা প্রভাতে।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৩ আশ্বিন ১৪৩০, ০৮ অক্টোবর ২০২৩
যবে- যেদিন, যে-সময়ে, যখন। / তবে- তখন, সে অবস্থায়।