একদিন হারিয়ে যাবো ভুলে যাবে সবাই মোরে
ভাবতে-ভাবতেই বিলীন হবো; থাকবে সবাই ঘোরে।
শিশু-কিশোর শৈশব-যৌবন
বৃদ্ধকাল; যখন আসবে সমন,
বেলা শেষে অবশেষে আসবো না আর ফিরে।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
০১ আশ্বিন ১৪৩০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কে উৎসর্গ।