এতিম খানায় গরীব ছেলে বৃদ্ধাশ্রমে ধনী,
তাহলে কি ভাববো সুখের মধ্যবিত্তের খনি।
কে থাকে সুখ নামের বন্দরে
কার ভাগের দুখ কার অন্তরে,
কারো জীবন দুঃখের ফেরি কারো সুখ মণি।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
০৭ কার্তিক ১৪৩০, ২৩ অক্টোবর ২০২৩