দিন যেমনি কাজে-কর্মে যাচ্ছে কেটে রোজ,
রাতটা যেনো হয়না তো শেষ, কে রাখে কার খোঁজ?
স্মৃতির বুকে স্বদেশ বাঁচে
প্রবাসীর চোখ জলে ভাসে,
পরিবারের সুখের তরে মনকে বোঝায় অবুঝ।

যে প্রবাসী সারা জীবন লড়ল কষ্টের লড়াই,
দিনের শেষে জীবন বেশে নেই তো কিছু বড়াই।
যা দিয়েছে সবই মিছে
কাটলো যে দিন ভুলের পিছে,
অবশেষে ভাবছে বসে গত জীবন কড়াই!

প্রবাস বুকে উঁচু করে যারা দেশের শির,
তারাই আসল দেশপ্রেমিক যে ওরাই তো বীর।
রক্ত-ঘামে সস্তা দামে -
দিচ্ছে জোগান অর্থ দানে,
চলছে স্বদেশ ঊর্ধ্ব বানে সাজাতে সব নীড়।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
৩১ আশ্বিন ১৪৩০, ১৬ অক্টোবর ২০২৩