সব পাজি'রা জোট বেঁধেছে দুষ্ট লোকের ভিড়,
ভালো কিছু কালোর দলে- ঘুমন্ত সব বীর।
রক্ত বানে জীবন দানে মুক্ত আমার দেশ,
লুটেরা সব শক্তিশালী করছে সবই শেষ।
নীতিহীনে ভরে গেছে মানবতা জেলে,
গণতন্ত্র জাদুঘরে স্বৈরাচার হাত মেলে।

শনিবার, দাম্মাম, সৌদিআরব
১৫ আশ্বিন ১৪৩০, ৩০ সেপ্টেম্বর ২০২৩