অল্প ব্যথায় ব্যথা লেখে,
বেশি ব্যথায় ব্যাথা
বুকের মাঝে লুকিয়ে রাখে
গোপন সব কথা ।
গুমরে মরে কথা গুলো
অশ্রু ঝরে চোখে
মুখে হাসি বুকে ব্যথা
তবুও হাসে দুখে ।
নিজকে রেখে আগুন বুকে
জল ছড়ায় সেই গ্রামে
দুঃখের নদী পাড়ি দিয়ে;
দেয় সুখ বিনা দামে ।
মাটির মানুষ আসলে সে
খাঁটি মাটির গড়া
কারো সুখে-দুঃখে দিবা
-নিশি থাকে খাড়া ।
চায় না কিছু বিনিময়ে
একটু ভালোবেসো
ও তার মন্দ দিনে পাশে
থেকো কাছে আইসো ।
০১ ভাদ্র ১৪২৬, ১৭ আগস্ট ২০১৯