এক পৃথিবী কান্না আমার, কোথায় রাখি জল?
মনের ক্ষত ডাকবো কতো জীবনটা বিফল।
একটু সুখের আশায় আমি
অপেক্ষাতে দিবস-যামী,
আসবে ক'বে সুখের সেদিন আলো-ই ঝলমল ।

শনিবার, দাম্মাম, সৌদিআরব,
২১ শ্রাবণ ১৪৩০, ০৫ আগস্ট ২০২৩