#এক পৃথিবী
অনন্য এই পৃথিবীতে সামান্য দিন বাঁচা,
অল্প পেয়েই মহা খুশি উদোম ধাঁচের নাচা।
এই আকাশগঙ্গা ছায়াপথ
জানো কতো দাও মতামত ?
এক গ্রহ মাত্র পৃথিবী; আমরা তাতে কাঁচা।
#দ্বীনের রজ্জু ধরো
এই জীবনের অমিয় বাণী মানতে যদি পারো,
স্রষ্টায় মুখর আত্মনিয়োগ দ্বীনের রজ্জু ধরো।
মুক্তি তোমার মুক্ত আকাশ
চিন্তা অসার শান্তি নিবাস,
স্রষ্টা সৃষ্টি মুগ্ধ থাকো আলোয় জীবন গড়ো।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ ভাদ্র ১৪৩০, ১২ সেপ্টেম্বর ২০২৩