যার সাথে তোর বাঁধা জীবন তার বুকে তোর মন,
যতোই দূরে আসবে ফিরে হবেই যে আপন।
রাখবে যখন দু'চোখে চোখ
প্রেমের দেখায় ভরবে যে বুক,
কাটবে দিবস এক প্রেয়সী ভাবতে সারাক্ষণ।

মঙ্গলবার, দাম্মাম সৌদিআরব,
০১ কার্তিক ১৪৩০, ১৭ অক্টোবর ২০২৩