#এক প্রাণে
ছাড়ব না তাই ধরেছি হাত বেঁধেছি মন মনে,
রাখবো ধরে জনম ভরে আছি একই পণে।
সকাল-বিকাল একই সুরে
সন্ধ্যা-রাতে ভোরের নুরে,
থাকবো দু'জন এক প্রাণেতে দেখবে জনে-জনে।

#ভুলের মাসুল
শব্দের বুনন মনের কানন ফুটছে হাজার ফুল,
লক্ষ কথায় কাব্য ব্যথায় হতেই পারে ভুল।
অভিব্যক্ত সত্যিই ছিলো
অভিপ্রায় কে ঘাটতি দিলো?
সারা জীবন এক ভুলের-ই দিচ্ছে যে মাসুল।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২২ অগ্রহায়ন ০৭ ডিসেম্বর ২০২৩