আকুল প্রেমে ব্যাকুল মানুষ হারাচ্ছে রোজ হুঁশ,
আপন ভুলে পর কে ধরে থাকে যে বেহুঁশ।
এক মনে মন বেঁধেছে যে-
দিন কিবা রাত ভাবে না সে,
এক মানুষে কাটবে জীবন- খাক না হাজার ঢুস ।

শুক্রবার, দাম্মাম, সৌদিআরব
২৫ কার্তিক ১৪৩০, ১০ নভেম্বর ২০২৩