এক জীবনে কান্না যতো সুখ যে তার অধিক,
দুঃখ গুলো দূরে পালায় পেলে সুখের দিক।
এলোমেলো শব্দগুলো সাজলে জীবন সাজে,
একটু-একটু সুখের বিন্দু স্বর্গের সুর যে বাজে।
আগের দেখা সব কিছুতেই লাগতো অনেক ভালো,
এখন যেনো সব ভালোদের দখল নিচে কালো।
মন্দদের এই রাজ বাজারে খাচ্ছে ভালো ধোঁকা,
ভালোরাই তো সারা জীবন যা থেকে যায় বোকা।
০৩ জুন ২০২০