এক জীবনে কামাই করে এক জীবনে ভোগ,
দুই জীবন কেউ পায় না বলে থাকলো শুধুই শোক !
আমার আমি যতো দিনে হচ্ছি আমার যোগ্য,
ততো দিনে বেলা শেষে হয়ে গেলাম ভোগ্য ।
এক জীবনের চাওয়া গুলো হয়নি পূরণ আর,
শেষ জীবনে প্রশ্ন করে বলো আমি কার ?
আকাশ দেখা সাগর দেখা দেখা কতো কি
সারা জীবন কেটে গেলো মানুষ দেখোনি ।
সব দেখা তো সত্য লাগে মানুষ দেখা মিছে
অতীত স্মৃতি তেড়ে আসে সন্ধ্যায় পিছে-পিছে ।
আগস্ট ২০১৯