এগিয়ে যাওয়াই লক্ষ্য যখন হয়ে যায় ঠিক,
বসে থেকে অলসতায়, কাটে সময় টিক-টিক।
সময় সে বড্ড বড় বেরসিক থামেনা কোন দিন,
হারিয়ে তারে কাঁদে মানুষ বাড়ায় জীবনের ঋণ।
ঋণের বোজা বয়ে বেড়ায় একা কিংবা দলে-দলে
তবু মানুষ সুখি, সুখে থাকে যে যার ভাগ্য ফলে।
০৭ অক্টোবর ২০১৭