তোমার ঘামের রক্ত দামে সাজে সোনার দেশে,
হাজার কষ্টে তোমরা থাকো! তবু বলো বেশ।
ভাবনাতে দেশ দিবস কাটে
মন থাকে তার ক্ষেতে মাঠে,
হাসি মুখে জেলের জীবন তার নামই বিদেশ।
গড়তে জীবন ঘর ছেড়েছে পর করে সব আপন,
নিজ ভুবে পর হয়না ফেরা অচেনায় হয় দাফন।
আধা জীবন কাটে প্রবাস
শৈশব বাকী আধা নির্বাস,
একাই কাঁধে ঋণের বোঝা সব শুধিবে এ পণ।
মরুর বুকে কাটছে জীবন ধু-ধু বালুময়,
লু হাওয়া রোজ স্বপ্ন ভাঙ্গে হয় যে আয়ুর ক্ষয়।
হাসি-সুখি আনন্দের দিন
বাস্তবতায় হচ্ছে যে লীন,
কঠিন সময় জীবন! অবশেষে দুঃখ রয়।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
১৬ আশ্বিন ১৪৩০, ০১ অক্টোবর ২০২৩