বাস্তবতার চরম আঘাত দেশ ছেড়ে দূরে থাকা,
প্রিয় জনের মায়া থেকে দূর নিজ কে ধরে রাখা।
স্মৃতির পটে ভেসে উঠে
শস্য-শ্যামল মনে বটে,
অর্থের কাছে বেঁধে জীবন অবশেষে ফাঁকা।

সব দিয়ে যার উজাড় করে তবু জেনো কম,
এক জীবনের বেশি অংশ জুড়ে শুধুই যম।
রোজ ভেবে যাই পরিবারে
একটু বেশি সুখের তরে,
যতোই কষ্ট হউক না প্রবাস লড়াই থাকতে ধম।

ঘর ছেড়েছি বদলাতে আজ এই জীবনের গতি মুখ,
প্রবাস নামের জেলখানাতে ভীষণ জীবন ভরে বুক।
হাস্য মুখে চাপা রাখে
কষ্টগুলো বুকে ঢাকে,
সুখ পাখিটা দেয় না ধরা; হাজার কষ্টের ভাগ্যে দুখ।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩