হাজার স্বপ্ন কবর দিয়ে অন্যের মুখে হাসি,
কান্না শতো জমা বুকে তবু ভালোবাসি।
দুঃখ যতো করতে যে দূর-
ঘর ছেড়ে আজ অচিন এই পুর,
দূর প্রবাসে ক্লান্ত ঘামে ফিরে-ফিরে আসি।
দূর প্রবাসে কষ্টের জীবন হাসি মুখে বরণ,
শতো কাজে জীবন ভাঁজে প্রিয়জনে স্মরণ।
যদি আমার কষ্টগুলো মেপে নিতে চাও,
পাবে না সে পাল্লা কোথাও যে খানেতেই যাও।
ছন্দে-দ্বন্দ্বে কাটছে জীবন দূর প্রবাসে বসে
স্বপ্ন ছোঁয়ার আশা নিয়ে মরুর বুকে চষে।
এক ফালি চাঁদ লু-হাওয়া আজ
জোনাকি রাত শুষ্কতা বাজ,
রক্ত ঘামে পরিশ্রমে গালে থাপ্পড় কষে।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩