#দুঃখময়
মূর্খের সাথে তর্ক করা যেমন বিশাল গাধা,
চুপ থাকে জ্ঞান অবুঝ -মান্ প্রকাশ জ্ঞানের আধা।
পাশের জনের ভালো দেখা সহ্য নাহি হয়,
নিজের খালে কুমির আনে জীবন দুঃখময়।

#জন্ম থেকে কবর
জ্ঞান দিতে নয় নিতেই মানুষ এই যে তোমার জন্ম,
জন্ম থেকে কবর সারা জীবন শেখার জন্য।
বিনা কাপড় ভবে এসে
এক কাপড়ে বিদায় শেষে,
মানবতায় গড়ে জীবন হয়ে যাও তো ধন্য।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
৩০ ভাদ্র ১৪৩০, ১৪ সেপ্টেম্বর ২০২৩

উৎসর্গ-কবি অধম নূর ইসলাম মহোদয়'কে।