দুঃখগুলো এক সুতোতে বেঁধে জীবন নায়ে,
হাজার কষ্ট বুকে চেপে মন সুখের গান গায়ে।
*
কষ্টগুলো কেষ্ট দেবে এই আশাতে বাঁচি,
দুঃখের পরে সুখের দেখা স্বপ্ন বুকে আছি।
*
কান্নাগুলো এক করে আজ জলের ধারা বয়ে,
বিরামহীন এই আঁখি বানে যাচ্ছে জীবন ক্ষয়ে।
*
সুখ গুলো আজ অচেনা যে দুঃখ পরম বন্ধু,
শান্ত শান্তির জীবন এখন চরম ভাবে সন্দু।
(সন্দু-অস্থির
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ ভাদ্র ১৪৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩