প্রেম যদি হয় দুঃখের কারণ করোনা তা গ্রহণ,
বিনা প্রেমে কাটবে জীবন শান্তি শোভা বরণ।
সুখের জন্য মিছে মোহে-
মরছো তুমি পিষে দ্রোহে,
কান্নার জল না করিতে পান; তাইতো করি বারণ।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩