#দুঃখের গাঙে
স্মৃতিগুলো উতরে পরে করছে অনেক শোর,
মধুর বিধুর কাতরে মরে নাড়ছে সুখের দোর।
কান্নার সুর যতো অভিমান
-দূরত্বের দেবে সব প্রমাণ,
সুখের নামে দুঃখের গাঙে লড়ছে বাঁচার ভোর।

#আসবো ফিরে_
অবশেষে ভাঙ্গবে সবই ভাঙবে খেলাঘর,
দূরে কোথাও চলে গেলে ভুলবে গলার স্বর।
আমি ছাড়া বাঁচবে তুমি?
- স্মৃতি গুলোর রঙ্গভূমি,
আসবো আবার ফিরে আমি করবো না আর পর।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
১৪ কার্তিক ১৪৩০, ৩০ অক্টোবর ২০২৩