#গতিবেগ
কথার কথা হাজার কথা মোদ্দা কথা এক,
সত্য দেখো হাসবে বলে আমায় শুধু দেখ।
মিথ্যের যতোই থাক ক্ষমতা
জিতবে সত্যের তার মমতা,
আঁধার সবই দূর পালাবে আলোর গতি বেগ।

#দুঃখের ফেরি
সুখ গুলো সব দিলাম তোমায় দুঃখ আমি নিলাম,
দুঃখের দিনে তোমার পাশে আমিই একা ছিলাম।
কান্না তোমার চোখেই জল
নদীর বুকে নামছে যে ঢল,
কষ্টগুলো ফেরি করে সুখ যে তোমায় দিলাম।


কবি- রীনা বিশ্বাস-হাসি (মৈত্রেয়ী কবি) কে উৎসর্গ।

রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৬ ভাদ্র ১৪৩০, ১০ সেপ্টেম্বর ২০২৩