#দুখদানি
যার বুকে জল সাগর সম দুঃখ নদীর পানি,
কান্নার ভয় তারেই দেখাও যার জীবন দুখদানি।
আগুন বুকে হাজার শোকে
দেখবে না দুখ তারই চোখে,
জয় করে ভয় হয়না যে ক্ষয়, মিথ্যে সকল বাণী।
#আয়োজন
দুঃখ তোমার সুখের লাগি চলছে আয়োজন,
কান্না তোমার হাসির ভাগে খুশির প্রয়োজন।
দূর করতে জীবন দুঃখের ছায়া
সুর তুলে মন কতোই মায়া,
দিবা-নিশি পাশা-পাশি থাকুক প্রিয়জন।
সোমবার, দাম্মাম, সৌদিআরব
০৭ কার্তিক ১৪৩০, ২৩ অক্টোবর ২০২৩