এক জীবনে হয়না পাওয়া মনের ইচ্ছে যতো
স্মৃতি হয়ে জমে থাকে বুকে গভীর ক্ষত ।
গুমরে মরে ইচ্ছেরা সব অপেক্ষার আর কতো
যতোটা প্রেম যতো ব্যথা সমান-সমান ততো ।
যে জীবনে সুখ ছিলো না ছিলো শুধুই দুঃখ
তোমার দেখায় প্রেমের ছোঁয়ায় জীবন হলো দক্ষ ।
এখন শুধুই সুখের দেখা বদলে জীবন রেখা
কাটুক এমন মধুর সময় হইনা যেনো ভেকা ।
৩১ জুলাই ২০১৯