#দুই দিনে এই_
পাপ বোধের পর অনুতাপে জীবন যদি গড়,
মুক্ত থেকে পাপের ছোঁয়া পরম শান্তি ভর।
দু-দিনের এই রং তামাশা
ভাঙ্গবে সকল স্বপ্ন আশা,
অন্তত দিন আখেরাতের- বুঝবে যখন মর।
#খাস্ দিলে মাফ
যতোই বড় হউক না পাপ মাফ করিবেন প্রভু,
অন্যের হকে করলে জুলুম মাফ পাবে না কভু।
আপন পাপের বোঝা বয়ে
কাটবে জীবন ক্ষয়ে-ক্ষয়ে,
খাস দিলে মাফ চাইলে প্রভু মাফ করবেন যে তবু।
বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ আশ্বিন ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩