মনের দুঃখের চিত্র যদি অংকন করা যেত,
হয়তো তুমি দেখতে পেতে তার পরিমাণ কতো?
কান্না যদি সাগর গড়ে
দুই নয়নে অশ্রু ঝরে,
সুখের দেখা জীবন রেখা অধিক দুঃখ যতো।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
১৯ আশ্বিন ১৪৩০, ০৪ অক্টোবর ২০২৩