এই আছে এই নেইযে কিছুই সব হারিয়ে শূন্য,
'আজকে রাজা কালকে ফকির' সব-ই নিঃস্ব দৈন্য ।
চারপাশে যার চাকর বাকর রাখছে খবর হাজার,
সব হারালে রব র'বে না, শেষ হবে দিন রাজার ।
নিজকে নিয়ে ডুবে যেজন দেখতে যদি মন্দ,
আসলে সেই থাকে সুখে বাকীর বেলায় ধন্দ।
একলা তুমি সবার জন্য আনতে পারবেনা সুখ,
কেউ সুখি কেউ দুঃখী র'বেই ভরবে না সবার বুক।
কতো তুমি করবে লড়াই আর কতোদিন বড়াই,
নদী যতো স্রোতে গড়াই, শেষ ঠিকানা মরাই।
কী হারিয়ে কি পেয়েছো হিসেব কভু রাখো,
শূন্যতা আর পূর্ণতাকে নিয়েই জীবন মাখো ।
সব পেয়ে যে হয়না পূর্ণ থাকে অনেক বাকী,
মুক্তি কোথায় শক্তি বিনাশ সবই কি আর ফাঁকি ।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
২৯ শ্রাবণ ১৪৩০, ১৩ আগস্ট ২০২৩