রক্ত পানি করছে কাজে অর্থ জোগান দিতে,
কেমন কাটে প্রবাসীর দিন যদি খবর নিতে।
হাসি মুখে কষ্ট লুকায়
দেশের মুখে হাসি ফুটায়,
অর্থের কাছে শর্ত দিয়ে কয়েদি জীবন ফ্রি তে।

আপনাকে বিলিয়ে যারা অন্যের সুখ খুঁজে,
ভোগ-বিলাস ত্যাগিয়ে তারা প্রয়োজন বুঝে।
দিবা-নিশি শ্রমের দামে
রক্ত ঘামে দেশের নামে,
থাকলে সুখে পরিবারে; সুখ তারই মাঝে।

সাজতে দেশ ভালো পরিবেশ ছেড়েছে স্বদেশ,
শ্রম নামে সস্তা দামে তিলে-তিলে নিঃশেষ।
এক জীবন অনেক কাহিনী
বিফল হবে শ্রম বাহিনী,
অঙ্কুরিত বৃক্ষটাও বিলীন হবে নিমেষ।

সোমবার, দাম্মাম সৌদিআরব,
৩১ আশ্বিন ১৪৩০, ১৬ অক্টোবর ২০২৩