সব কিছু যার হারাই গেছে তার কিসের আর ডর,
দুঃখটা তার থাক না সঙ্গী; কান্না জীবন ভর।
দুঃখ যে তার জীবন সঙ্গী তারে আর দেবে কতো,
কান্না বুকে হাজার কষ্টে তার লক্ষ আঘাত ক্ষত।
এক জীবনের কান্না যতো মানব মনের ক্ষত,
দিন বদলের পালায় সুখের ছোঁয়ায় হয় যে গত।
যার জীবনে দুঃখই শুধু কান্না চির সাথী,
সুখ নামের ঐ সোনার হরিণ জ্বালে না তো বাতি।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৪ আশ্বিন ১৪৩০, ১৯ সেপ্টেম্বর ২০২৩