#মৃত্যুর আঁচড়
ভাবছো এমন অনন্ত দিন বাঁচবে হাজার বছর,
জীবন সুন্দর কেনো জানো? মৃত্যুর আছে আঁচড়।
এই জীবনের ভালো-মন্দ
হিসেব সবই হবে বন্ধ,
যেতে হবেই আখেরাতে - যতোই বাঁধো আঁচর।

#উত্তম সময়
পাপের বোঝা বয়ে চলা কষ্টসাধ্য জীবন,
পূণ্যতে মন ডুবে থাকার উত্তম সময় যৌবন।
রং তামাশার এই খেলাঘর
মানুষ দুই দিনের যাযাবর,
বেলা শেষে থামবে খেলা আসবে যখন মরণ।

#দুর্ভোগের দিন
পুণ্য থেকে দূরে মানুষ - থাকছে পাপে ঢুকে,
ভালোরা আজ দুর্ভোগে দিন মরছে ধুকে-ধুকে।
এই দুনিয়ার হাসি-খুশি
ভুগছে পাপী অনেক বেশি,
ব্যথার বুকে ভেবেই খুশি - আখেরাতের সুখে।

বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
১৩ আশ্বিন ১৪৩০, ২৮ সেপ্টেম্বর ২০২৩